
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি | পিরোজপুরের -পাড়েরহাট সড়ক . বাসষ্টন্ড সহ বিভিন্ন স্পটে শীত বস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন। তিনি সোমবার শীতের সকালে ঘুরে ঘুরে সড়কের পাশের হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে কম্¦ল বিতরণ করেন। তিনি (আলমগীর হোসেন) জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশে শীতার্থ মানুষের পাশে দাড়ানোর জন্য শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম ওমাংগঠনিক সম্পাদক রিয়াজ আহম্মেদ।