
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি || পিরোজপুরের ইন্দুরকানীতে ৭৫ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রাজীব আহসান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, রুহুল আমিন বাগা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি জেপির কো চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সদস্য সচিব মো: শাহীন হাওলাদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, প্রমুখ। জমিসহ ঘর পেয়ে উপকার ভোগিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।