
বিশেষ প্রতিনিধি || পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের আলহাজ মহারাজ আলী শিকদারের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৫০) গত সোমবার সকালে হিৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও তার বিপুল সমর্থক বৃন্দ রেখে যান। আজ মঙ্গলবার সকালে স্থানীয় বোথলা বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তাকে এক নজর দেখেতে ছুটে আসেন পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আতিকুর রহমান আতিক,সহ সাধারণ সম্পাদক আজাদুল হক,ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন বিপ্লব,জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবু,ভাণ্ডারিয়া যুবদল নেতা মোঃ তারেক মাতুব্বর, মোঃ শামীম হাওলাদার, মোঃ মামুন মুন্সী, ভাণ্ডারিয়া পৌর যুবদল নেতা মেহেদী হাচান মুন্সী ও রফিকুল ইসলাম সালমান। যুবদল নেতা মিজানুর রহমান মিজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ।