
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি | পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাইম স্যোসাল অর্গানাইজেশন (পিএসও) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নূর হোসাইন মোল্লা, সঞ্জয় কুমার হালদার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের মহাসচিব শামিমা সুলতানা রোজী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, সংগঠনের উপজেলা সভাপতি মনিরুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।মঠবাড়িয়ায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।