
কবি পারভীন রেজা,র কবিতা
কালো তারা
——————————
হাজার জনের মাঝে
শত প্রিয়জনের ভিড়ে
সহসা কখন যেন
একা হয়ে যাই !!
নিজের ভিতরটা
ভেঙ্গেচুরে পুড়ে হয় ছাই !!
কিছু নাই—-সব ফাঁকা—-
আমি হই একা—-
যুদ্ধে রত থাকি !!
নিজেকে ভাঙ্গি গড়ি
কষ্টের সীমানা—-
কেবল’ই বাড়ে !!
একটা রাতের কালো মুছে
অন্য রাতে ডুবে যাই !!
অসংখ্য কালো তারা
আমাকে কাঁদায় !!
সব থেকেও কিছু নাই
এমন অবেলায়—-
ভেসে যাই দুঃখের ভেলায় ||