
অনলাইন ডেস্ক || পিরোজপুরের কাউখালীতে মাস্ক ব্যবহার না পরে বাইরে বেড়ানোর কারণে ১১ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাউখালী বন্দরে ওই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি ১১ ব্যক্তিকে মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করেন।
সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়। অভিযানকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।